ZeroPlus

ZeroPlus

ZeroPlus DigiHealth

জিরোপ্লাস ডিজি হেলথ

জিরোপ্লাস ডিজিহেলথ দেশের সর্বধুনিক প্রযুক্তি নির্ভর সর্ববৃহৎ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্লাটফর্ম।

  • এখন কোনো ডাক্তারকে রোগীর জন্য, কিংবা রোগীকে আর ডাক্তারের জন্য দুশ্চিন্তা করতে হবেনা। ২৪/৭ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এক ক্লিকেই সম্ভব।
  • ডাক্তারদের ডিজিটাল চেম্বার্স প্লাটফর্ম, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৎক্ষণাৎ রোগী ও ডাক্তারকে সংযুক্ত করে দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করে। রোগী তার প্রয়োজন অনুসারে ডাক্তার কে বেছে নিতে পারেন। ডাক্তারও তার সুবিধা মত এপয়েন্টমেন্ট শিডিউল করতে পারেন।
  • জিরোপ্লাস ডিজি হেলথ এ বিষয়ভিত্তিক ডাক্তার নির্ধারিত থাকায় যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ, কেবল সে বিষয়েই সেবা নিশ্চিত করেন। তাই যেকোনো রোগী বিশেষজ্ঞের কাছ থেকে সর্বোত্তম সেবা পেয়ে থাকেন ।
  • এখানে স্বাস্থ্যসেবার ফি নির্ধারিত থাকায় রোগীর অতিরিক্ত অর্থ খরচের কোনো সুযোগ নেই। অর্থ প্রাপ্তির ই-রশিদ স্বয়ংক্রিয়ভাবে রোগীর একাউন্টে পৌঁছে যায়।
  • পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জিরোপ্লাস ডিজি হেলথ এর ডাক্তাররা স্বাস্থ্যসেবা দিতে ও একইভাবে রোগীরাও স্বাস্থ্যসেবা নিতে পারেন ।
  • রোগী ও ডাক্তারের তথ্য, নথি আমাদের নিজস্ব সার্ভারে স্পেশালইজড ডাটা সিকিউরিটি সফটওয়্যার এর মাধ্যমে আজীবন সংরক্ষিত থাকে । ফলে ডাক্তরগন রোগীর পুরো মেডিকাল হিস্ট্রি খুব সহজেই দেখতে পারেন ।
  • ZeroPlus ডিজি হেলথ এর E-Library তে এক ক্লিকেই পাচ্ছেন সব রেফারেন্স ও হাজারো হেলথ জার্নাল ।
  • এছাড়াও ডক্টর চেম্বার্স এ রোগী ও রোগীর স্বাস্থাতথ্য সমৃদ্ধ ফাইল, ই-প্রেসক্রিপশন, নোটিফিকেশন ও একাউন্টস এর জন্য চেম্বার্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এর ব্যবহার চেম্বার্স ডিসিপ্লিন নিশ্চিত করে ।
  • ঘরে বসেই আমাদের সাবস্ক্রাইবাররা ঔষধ.কম থেকে ৫% ডিসকাউন্ট এ সবধরণের ওষুধ ডেলিভারি পাবেন ৷
  • দেশের সনামধ্য হাসপাতাল গুলোর সাথে পার্টনারশীপ থাকায়, আমাদের সাবস্ক্রাইবাররা ডিসকাউন্টসহ বিভিন্ন ধরনের বাড়তি সুবিধা পাবেন ।

ZeroPlus DigiHealth

Zeroplus DigiHealth connects patients to their desired doctors via online by using artificial intelligence. You can upload all your medical reports to our system and get an online consultation along with an e-prescription from your home. Our subscribers also enjoy a 5% discount from our corporate partner Osudh.com on getting home delivery of medicines. We have expert doctors of all sectors from home and abroad classified in four grades: Super, Star, Moderate and General. Moreover, you can get appointment to foreign expert doctors by using our platform.

Our Specialty

  • Highly convenient
  • No need to wait for hours to get your appointment
  • Option for choosing doctors by patients’ remarks
  • User-friendly system to save your medical documents for future

For Consultations